টাঙ্গাইলের ভূঞাপুরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মতি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব—তারাকান্দি রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত মতি উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।
ভূঞাপুর থানার উপ—পরিদর্শক ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে যায়, বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভূঞাপুর যচ্ছিল। সেসময় নিহত মতি রেললাইনের পাশে দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ—পরিদর্শক ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় মতি নামে ওই বৃদ্ধ লোক। এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম