২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে ফেনী জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের পৌর লিবার্টি মার্কেটে অবস্থিত জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আবদুল আহাম্মদ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ কে শহীদ খন্দকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহাজাহান সাজু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি করিম উল্যাহ আজাদ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক মনজুরুল আলম কচি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজামুদ্দিন শুভ ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবীব।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ও ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা সবই একই সূত্রে গাথা। ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি আরও বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল