বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা সফল করার লক্ষে রংপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর প্রেসক্লাব চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্ত্বর, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্ত্বর এলাকায় লিফলেট বিতরণ করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুল রহমান লাকু।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা, মামুনুর রশিদ, কাজী খয়রাত, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয়সহ সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন, সহ সভাপতি তারেক হামাস সোহাগ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ