ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ২ হাজার ৬শ ৬০ মিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, উপজেলা সহকারী প্রকৌশলী মাবুদ হোসেন, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁও এলজিইডির বাস্তবায়নে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুরের ফকদনপুর পটুয়া বাজার থেকে পাইকপাড়া হয়ে জামালপুর বড়দীঘী পর্যন্ত ২ হাজার ৬শত ৬০ মিটার রাস্তার প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৭ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এএ