বগুড়ায় পিকআপ ভ্যান থেকে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে শহরের গোদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন-নরসিংদী জেলার কাউরিয়া সাটিরপাড়া গ্রামের জুয়েল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দপুর এলাকার কামাল উদ্দিন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোদারপাড়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশির সময় একটি পিকআপ থেকে ৩৬ কেজি গাঁজা, দুইটি সাদা ড্রাম, ও নগদ সাগে ৩ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল