দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের পরদিন বাড়ীর পার্শ্বে মাঠের এক পুকুর থেকে হাসিবুর রহমান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশু হাসিবুর রহমান (৯) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খাজেরডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খাজেরডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।
নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকালে শিশুটি বাড়ী থেকে মাঠের দিকে যায়। ওই সময় বৃষ্টি ছিল। এরপর সে আর বাড়ী ফিরে নাই। তার পরিবারের সদস্যরা তাকে খোজাখুজি করে কোথাও পায়নি। শুক্রবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে সেখান তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শিশুটি ওই পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে।
বিডি প্রতিদিন/এএ