চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ২৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল কোস্টগার্ড জব্দ করেছে। শুক্রবার গোপন সংবাদে মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে মেঘনা নদীর মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মুল্য ৮ কোটি ৯২ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত জালের মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানকালে উপিস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/এএ