সাতক্ষীরার পাটকেলঘাটার ত্রিশমাইলে দ্রুতগামী ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামের এক মোটর সাইকেলচালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী। নিহত মাহমুদুল ইসলাম তালা উপজেলার শিবপুর গ্রামের আবু জাফর মোড়লের ছেলে। শুক্রবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহমুদুল ইসলাম পেশায় একজন মোটরসাইকেল চালক। আহত রিফাত হোসেন পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী ছেলে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহামুদুল ইসলাম তার ভাড়াচালিত মোটরসাইকেল নিয়ে শুক্রবার সকালে তালা থেকে রিফাত হোসেনকে নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকার অগ্রগতি সংস্থার অফিসের সামনে ইমাদ পরিবহনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান মাহামুদুল। এ সময় আহত হন রিফাত হোসেন ফিফা। ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল