কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎতায়িত হয়ে রাশেদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদা কাউনিয়ারচর গ্রামের নেক্কার হোসেনের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে বসবাসরত অবস্থায় একটি ইজিবাইকের চার্জারের তার ছিঁড়ে ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এসময় ওই গৃহবধূ ইজিবাইকটি চার্জ হয়েছে কি না দেখতে গেলে ওই ইজিবাইকে স্পর্শ করেন। এ অবস্থায় তিনি তাৎক্ষণিক বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ