সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রংপুরে গণমিছিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে গ্রান্ড হোটেল মোড়ে মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফজলুর রহমান। বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএ