বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মাগুরায় জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার বিকালে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহরের ইসলামপুর পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, মনোয়ার হোসেন খান, এ্যাডভোকেট মিজানুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম তুষার, সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম উর্মি, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি বছির উদ্দিন বাদশা, সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ