মাগুরার ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়ার ১৭ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শহরের কলেজ পাড়ায় নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছে।
বায়ান্নর ভাষা আন্দোলনের উত্তাল তরঙ্গ যখন ঢাকাসহ মফস্বলে ছড়িয়ে পড়ে তখন তিনি মাগুরা নাকোল, যশোরের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহপাঠী সংগ্রামীদের নিয়ে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অগ্রবর্তী থেকেছেন। ভাষা আন্দোলনে গৌরবদীপ্ত ভূমিকার জন্য তিনি জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য ও আশীর্বাদ লাভ করেন।
ভাষা আন্দোলনে তার গৌরবময় ভূমিকার স্বীকৃতি স্বরূপ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম তাকে ২০১৪ সালে মরণোত্তর সম্মাননা প্রদান করে। ভাষা সৈনিক হামিদুজ্জামান এহিয়া ২০০৬ সালের ১৯ আগস্ট ইন্তেকাল করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল