নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরে তল্লাশি চালিয়ে ৭২০ গ্রাম হেরোইন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইতনতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ট্রাক্টরে হেরোইন পরিবহনের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য অনুযায়ী গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাইতনতলা বাজারে অবস্থান করা একটি মাহিন্দ্র ট্রাক্টরে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রাক্টরের নিচের অংশে বডিতে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব। হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতার ওই দুই ব্যক্তিকে পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই যুবক স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতার আসামিদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই