জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় নোমানী ময়দান থেকে বিশাল এক শোক র্যালি বের হয়।
র্যালিটি মাগুরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এর আগে নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই