সাতক্ষীরায় সাতটি স্বর্ণের বারসহ মাহবুব আলম নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের নিউমার্কেট মোড়ে ঢাকা থেকে আসা একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
এ সময় তার কোমরে প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। গ্রেফতার মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
এসময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/শফিক