বিএনপির নাশকতার বিরুদ্ধে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনার চত্বরে একত্রিত হতে থাকে। পরে বিএনপির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের পর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে অবস্থান সমাবেশ করেন।
এ সময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ সানোয়ার হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লবসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই