সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশে বন্যা ও পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে শাহজাদপুরের জামিরতা মসজিদ পাড়া ও তাড়াশ উপজেলার পওতা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতরা হল, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের স্বপনের ছেলে মাসুদ রানা (৪) ও তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পওতা গ্রামের আব্দুর রহিমের ছেলে আহসান হাবীব (৩)।
পারজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু জানান, শিশু মাসুদ রানাকে তার নানা মকদুম মোল্লার বাড়ি রেখে বাবা-মা দুইজনেই ঢাকায় থাকেন। শুক্রবার বাড়ির পাশের বন্যার পানিতে মাসুদ ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মাসুদকে মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হোসেন জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করার সময় শিশু আহসান হাবীব সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল