বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে শনিবার বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে পদযাত্রা শুরুর আগে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম, যুবদলের সভাপতি মির্জা বাবু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
পদযাত্রায় কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শহরের ইসলামীয়া কলেজ মাঠ থেকে বের হয়ে বিভিন্ন ইবি রোড, গোসালা রোড ও স্টেডিয়াম রোড হয়ে পুনরায় ইসলামিয়া কলেজ মাঠে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই