কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবি-বিজিপি কমান্ডার পর্যায়ে যৌথ সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নাফ নদীতে বিজিবি-বিজিপি এর কোম্পানি কমান্ডার পর্যায়ে যৌথ সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির কমান্ডার জেসিও ৯৮৫৭ নায়েব সুবেদার সবু বড়ুয়া এর নেতৃত্বে বিভিন্ন পদবীর ৮ জন প্রাধিকার মোতাবেক গোলাবারুদসহ ১টি বিজিবি এসি-৩৭ বোট এবং প্রতিপক্ষ (১) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ মেজর পিএন-৪০৫১ Tin Saw Tun এর সাথে অন্যান্য পদবীর ৭জন বোট যোগে টেকনাফ বিওপি থেকে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা যৌথ সমন্বিত টহল অনুষ্ঠিত হয়। টহলে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমন ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল