নিরবে চলে গেল সাংবাদিক, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান এর জন্মবার্ষিকী। ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
জহির রায়হান স্মরনে ফেনীর মিজান রোডে একটি মিলনায়তনের নামকরণ করা হয়েছিলো জহির রায়হান হল। নতুন করে একটি আধুনিক মিলনায়তন নির্মাণ করার কথা বলে ২০০৮ সালে হলটি ভেঙে ফেলা হলেও এখনও সেখানে নির্মাণ করা হচ্ছে না কোনো মিলনায়তন। বিভিন্ন অজুহাতে সে স্থানে অদ্যবধি মিলনায়তন নির্মাণ না করায় ফেনীবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মিলনায়তনের স্থানে মিলনায়তন না করে সেখানে এক এক সময় বসানো হচ্ছে একটি একটি মেলার।
জানা যায় জহির রায়হান হলের স্থানটি গিলে ফেলার ষড়যন্ত্র করছে একটি মহল। একবার মেলার গেইটে স্থানটির নাম জহির রায়হান হল ময়দান না লিখে অন্য নাম লেখায় জেলাব্যাপী আলোচনা ও আলোড়ন সৃষ্টি হয়। সাংস্কৃতিক কর্মীসহ সচেতন মহল এ নিয়ে সমালোচনরা ঝড় তুলে ও আন্দোলনের প্রস্তুতি নেয়।
বিডি প্রতিদিন/হিমেল