টাঙ্গাইলের সখীপুরে সড়কের উপর ট্রাকভর্তি বাঁশ রাখায় বিভিন্ন পরিবহন ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকাল থেকে ঢাকা-সখীপুর সড়কের দেওদীঘি বাজারে এ বাঁশের ট্রাকগুলো লক্ষ্য করা যায়। সপ্তাহে ৪/৫ দিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বাঁশের ট্রাকগুলো সড়কে অবস্থান নেয় বলে জানায় স্থানীয়রা। বাঁশ ব্যবসায়ী ও ট্রাক চালকদের অসচেতনতার কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।
সরজমিনে গেলে স্থানীয়রা জানায়, ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাঁশ ক্রয় করে ঢাকা নেওয়ার উদ্দেশে ট্রাক ভর্তি করে। রাত নয়টার আগে মহাসড়কে বাঁশের ট্রাক ঢুকনোর নিষেধ থাকায় ট্রাকগুলো সড়ক ঘেঁষে রাখা হয়। এসময় সড়কের উপর রাখা ট্রাকের চালক ও বাঁশের ব্যবসায়ীকে খুঁজে না পেলে স্থানীয়রা জানায় এই সময় চালকরা ঘুমে ব্যস্ত, সন্ধ্যার আগে এদের কাউকে পাওয়া যাবে না।
স্থানীয় আয়নাল হক বলেন, পাঁচ-ছয়টি করে করে ট্রাকভর্তি বাঁশ দাঁড়িয়ে থাকে। এ কারণে মাঝেমধ্যে সড়কে জটের সৃষ্টি হয়।
মোটারসাইকেল চালক জামাল হোসেন বলেন, সড়কের উপর এসব ট্রাক সর্বসাধারণের জন্যই আতঙ্ক। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি।
দেওদীঘি বাজার ইজারাদার ইয়াছিন আলী বলেন, এই ট্রাক এবং বাঁশ দেওদীঘি বাজারের না। তারপরেও আমি ট্রাক চালকদের অনেকবার সচেতন করেছি কিন্তু কে শুনে কার কথা।
বিডি প্রতিদিন/হিমেল