ফৌজদারি অপরাধ চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধ নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ও অপরাধে সাজাপ্রাপ্তদের ২২জনকে গ্রেফতার করেছে জেলার বিভিন্ন থানা পুলিশ।
জেলার বিভিন্ন থানায় শুক্রবার রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তম্মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে উলিপুরে ১, নাগেশ্বরীতে ২, রৌমারীতে ১, কচাকাটায় ১ জন, সিআর ওয়ারেন্ট মূলে ফুলবাড়িতে ১ জন, জিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরীতে ১ জন, নিয়মিত মামলায় গ্রেফতার ১২ জন, ১৫১ ধারায় নাগেশ্বরীতে ২ জন, ৩৪ ধারায় ১ জনসহ মোট ২২ জন আসামীকে গ্রেফতার করে।
পুলিশ শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করে। পরে শনিবার দুপুরে সকল আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজমুল