জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা আবারও সক্রিয় হচ্ছে। আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে।
শনিবার বিকালে কালাই উপজেলার বলিগ্রাম গ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি ক্ষেতলাল উপজেলার বড় তারা ইউনিয়নের ৪টি গ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
হুইপ স্বপন বলেন, স্বাধীনতা বিরোধী চক্র সেদিন এদেশকে অসম্প্রদায়িক, সন্ত্রাসী ও পাকিস্তানি ধারায় পরিচালিত করার জন্য বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। তারা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে দিয়ে বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিল। স্বাধীনতা বিরোধীরা এদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। এদেশের জনগণের কল্যাণে বঙ্গবন্ধুর ন্যায় বঙ্গকন্যা শেখ হাসিনাও সবকিছু উজাড় করে দিচ্ছেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহামন মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান সোবাহান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত