শেরপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল ব্যবসায়ির দোকানে পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা চাল শেরপুর নকলা উপজেলা প্রশাসন জব্দ করেছে।
স্থানীয়রা বলছেন, বিক্রির উদ্দেশ্যে এসব চাল দোকানে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
জানা গেছে, উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহানার চর মোড় এলাকার মো. চঞ্চল মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদের গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। এ তথ্যের ভিত্তিতে রাতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে উপজেলা পরিষদ কার্যালয়ে নেয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দোকান মালিক পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, এই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুতফর রহমান ও আমিনুল হক চন্দ্রকোনা মধ্য বাজারে একটি গুডাউনে চাল মজুদ করে রাখেন। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কেউ এসব চাল সরিয়ে বিক্রি করে দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, কারা এই চাল মজুদ করে রেখেছে, তার তদন্ত চলছে। মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই