ফেনীর ছাগলনাইয়ায় নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন পিতা অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা রুহুল আমিন। শনিবার রাতে উপজেলার দৌলতপুর সেগজিপাড়ায় এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানা পুলিশ নিহতের ছেলে হামলাকারী বোরহান উদ্দিনকে রাতেই ছাগলনাইয়া হাসপাতালের সামনে থেকে আটক করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পিতা ও ছেলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ভালো ছিল না। ছেলে সবসময় নেশায় আসক্ত থাকত। শনিবার রাতে ভাত খাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা রুহুল আমিন দা দিয়ে বোরহান উদ্দিনের উপর চড়াও হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন তার পিতাকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে যান ও মাথায় আঘাম প্রাপ্ত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসার ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃতদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতাল রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু বলেন, বেকারত্ব অভিশাপে বোরহান উদ্দিন মানসিক অশান্তিতে ছিল। সে নিয়মিত নেশাগ্রস্থ ছিলো। রুহুল আমিনের তিনটি মেয়ে ও একমাত্র ছেলে বোরহান উদ্দিন। এ ঘটনায় নিহত রুহুল আমিনের মেয়ে তাছলিমা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল