শরীয়তপুরের ভেদেরগঞ্জের সখিপুরে ছুরিকাঘাতে আলাউদ্দিন বেপারী (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল রাত ৯ টার দিকে জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ার বেপারি কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন বেপারি উত্তর তারা বুনিয়া বেপারি কান্দি গ্রামের মফিজুল বেপারির ছেলে। এই ঘটনায় ঘাতক আব্দুল্লাহসহ ২জনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
সখিপুর থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত আলাউদ্দিনের স্ত্রী রুমা (৩২) এর সাথে একই গ্রামের ওবায়দুল মৃধার ছেলে আব্দুল্লাহ মৃধার সাথে পরোকীয়ার সম্পর্ক ছিল। এই নিয়ে গতকাল রাতে আব্দুলাহ মৃধার সাথে আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এসময় আব্দুল্লাহ মৃধা আলাউদ্দিনকে কাচি দিয়ে গলায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্ত্রী রুমার দাবি আব্দুল্লাহ তার একান্ত ছবি নিয়ে তাকে ব্লাকমেইল করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘটনার সাথে জরিত আব্দুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে ২ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
বিডি প্রতিদিন/হিমেল