বগুড়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ বিন মনসুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্ব স্ব সরকারি দপ্তর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। সভায় জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল