বগুড়ায় ২৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলে-কুড়িগ্রাম জেলার শিবরাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে নুর আমিন, লালমনিরহাটের শাজাহান কলোনী এলাকার দুলাল চন্দ্র রায়ের ছেলে শ্রী সুমন চন্দ্র রায় (নওমুসলিম মো. সুমন মিয়া), সোনা উল্ল্যার ছেলে সুমন ইসলাম, আবুল কাশেমের ছেলে ফরহাদ ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১টি পিকআপ, ৫টি পুরাতন ফ্রিজ, ৫ টি মোবাইল, ৭ টি সিম ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় লালমনিরহাট থেকে আসা ওই পিকআপে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুরাতন ফ্রিজের ভেতরে চেম্বার বানিয়ে গাঁজাগুলো রাজধানীতে নিয়ে যাচ্ছিলো। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্যের বড় বড় চালান দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল