সাভারে বাসা থেকে এক স্কুল শিক্ষকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকারীদের রেখে যাওয়া একটি চিরকুট। রবিবার (২০ আগস্ট) সাভারে পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। নিহত ওই শিক্ষকের নাম গোলাম কিবরিয়া (৪৫)। তিনি সাভার একটি স্কুলে শিক্ষকতা করতেন।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা তাকে গামছা দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে । এসময় তার মোবাইল ফোনের সূত্র ধরে কাজ করছে তদন্ত টিম । কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষক স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে একাই ঘরে থাকতেন। কে বা কারা তাকে হত্যা করেছে তারা বলতে পারছে না। পরে পুলিশ নিহতের মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সাভার থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। হত্যাকাণ্ডের পাশাপাশি একটি চিরকুট পাওয়া পরে থাকতে দেখেন। সেখানে লেখা ছিলো, এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে আমরা ইসলামের সৈনিক।
বিডি প্রতিদিন/নাজমুল