বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যার দিকে পূর্ব চিপাবারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন, ওই গ্রামের রুহুল জোমাদ্দারের ছেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর জোমাদার(১৭) ও ধানসাগর গ্রামের পান্না হাওলাদারের ছেলে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিয়াম হাওলাদার(১৫)।
রাত ৯ টার দিকে রক্তাক্ত দুই ছাত্রকে তাদের স্বজনেরা রাস্তার পাশ থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে স্থানান্তর করা হয়। ধূমপান করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশের দুটি দল পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
বিডি প্রতিদিন/নাজমুল