মাগুরায় ২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণ সভায় আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
আরও বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর ২১ আগস্ট শহীদদের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। সেদিন আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব এবং জাতীর জনকের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব।
বিডিপ্রতিদিন/কবিরুল