বাগেরহাটের শরণখোলায় উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্টে গাজী হাফিজুর রহমান (৩) নামে এক শিশু মারা গেছে।
রবিবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে অটোভ্যানের চার্জ দেওয়া সকেটে আঙুল ঢুকে গেলে শিশুটি বিদ্য্যুতায়িত হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের গাজী হাফিজুর রহমান নামের শিশুটির বয়স যখন মাত্র এক বছর, তখন তার মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে দাদা জাহাঙ্গীর গাজী ও দাদী জাহানারা বেগমের সঙ্গে থাকতো হাফিজুর। বাবা সাইফুল গাজী কাজের সুবাদে ভারতের বেঙ্গালোরে থাকেন। মা হাজেরা বেগম থাতেন দ্বিতীয় স্বামীর সঙ্গে। রবিবার রাত আটটার দিকে প্রতিবেশী নাছির হাওলাদারের বাড়িতে অটোভ্যানের চার্জ দেওয়া সকেটে না বুঝে আঙুল ঢুকিয়ে দেয় হাফিজুর। এতে শিশুটি বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করেছে।
মা-বাবা কেউই শিশুটির কাছে না থাকায় ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম