ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন বিদ্যালয়, একটি কলেজ ও ক্রীড়া সংগঠনকে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মোর্শেদ উপস্থিত থেকে চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে এ ক্রীড়া সামগ্রী প্রদান করেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সংগঠন প্রধানগন এ ক্রিড়া সামগ্রী গ্রহণ করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ খান বলেন ২০২৩-২৪ অর্থবছরে এডিপির অর্থায়নে তার ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সরকারি কলেজ ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি ক্রিয়া সংগঠনের মধ্যে ১০৮টি ফুটবল, চারটি ক্রিকেট সেট, সাতটি ভলিবল সেট বন্টন করে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ