বগুড়া শহরে নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় করতোয়া নদী থেকে অজ্ঞাত মরদেহের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর বিভিন্ন উপায়ে অজ্ঞাত যুবকের পরিচয় নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন টিম।
মৃত যুবকের নাম মো. আবু হানজেলা (২২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
পিবিআই পুলিশ সদস্যরা জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হানজেলার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে তার স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে।
হানজেলার বড় ভাই মিনহাজুল ইসলাম সাংবাদিকদের জানান, হানজেলা গত কয়েকদিন থেকে নিখোঁজ ছিল। তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সোমবার তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায় পুলিশের মাধ্যমে। সে গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, সকালে লাশ উদ্ধারের সময় অজ্ঞাত ছিল। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. আবু হানজেলা (২২)। স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এমআই