আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ-সংগঠনের উদ্যোগে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বিকালে শহরের রেলরোড দলীয় কার্য্যলয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সড়ক প্রদক্ষিন করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, আওয়ামী লীগ নেতা শেখ আজমল হোসেনসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা, পৌর ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন বিপুল সংখক নেতাকর্মী অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএম