২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।
বাজিতপুর উপজেলা সদরের জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। আর ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীলনক্সা করেছিল। তারা আরো বলেন, বাংলার মানুষ খুনীদেরকে প্রত্যাখ্যান করেছে।
সমাবেশের আগে একটি মিছিল বাজিতপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএম