২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাজীপুরের কাপাসিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মরিয়ম ভিলেজে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাদ্বয় আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের উদ্যোগে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সাবেক কৃষকলীগ নেতা মজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে সাবেক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি অধ্যাপক আইন উদ্দিন, সাবেক কৃষকলীগ নেতা শাহ জানি আলম কনক সহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত