২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় পিরোজপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসর নামাজবাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গৌর নারায়ন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. নুরুল হুদা আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাদউল্লাহ লিটনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পারিবারের যে সকল সদস্য নিহত হয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লী।
বিডি প্রতিদিন/এমআই