পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর ও আমির মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল। তারা একশর উপরে হরতাল করেছিল বাংলাদেশে। আমরা সেসব ভুলিনি। রাজপথে বাংলাদেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে সেকথা ভুলে গেল কিভাবে।
তিনি সোমবার (২১ আগষ্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আজকে দেশের ভিতরে দেখবেন জানমালের নিরাপত্তা একেবারেই শেষ হয়েছে। রাস্তায় যখন মানুষ নামে এক পর্যায়ে গুম হয়ে যায়, আর ঘরের ভিতর থাকলে খুন হয়ে যায়। আমরা কষ্ট করে টাকা ইনকাম করি আর আমাদের টাকা পাচার হয়ে যায়। ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা নাকি দুই হাজার কোটি টাকা বিদেশে বেগম পাড়ায় পাচার করেছেন। এসব টাকা কি তার বাবার নাকি দাদার। এসব টাকা তো জনগণের কষ্টে আয় করা টাকা।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিবার্চন দিতে সরকারকে উদাত্ত আহ্বান জানান চরমোনাই পীর ও আমির।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি ক্বারী মো. আব্দুল্লাহ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল