২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে নোয়াখালী সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম.শামসুদ্দিন জেহান। এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, সিনিয়র তথ্য অফিসার মনির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
বিডিপ্রতিদিন/কবিরুল