চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন উদ্ধার মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভোলাহাট উপজেলার তাতীপাড়া গ্রামের মৃত সমিজ উদ্দীন সেখের ছেলে আব্দুল আলিম (২৫), গোমস্তাপুর উপজেলার রহমতপাড়া গ্রামের রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩২) ও একই উপজেলার রহনপুর বড়বাজার এলাকার মো. ইউসুফ আলীর ছেলে হিরো উরফে পিন্স খান (৩৫)।
মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিততে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকা থেকে একজনকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে আরো ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্ত করে এসআই তোফাজ্জাল হোসেন আসামিদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
বিডি প্রতিদিন/এএম