৩০ এপ্রিল, ২০২৪ ১৬:২৯

চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

প্রতীকী ছবি

কয়েকদিন ধরইে চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহ বইছে। আর তীব্র দাবদাহে অসহনীয় হয়ে উঠেছে এ জেলার জনজীবন। এর মাঝইে আজ পারদ আরও বৃদ্ধি পেয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলায় ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রর্কেড করা হয়েছে। জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। 

এদিকে, তীব্র দাবদাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই শতাধিক শিশু ও বৃদ্ধ হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর