২৫ মে, ২০২৪ ১৫:২৩

ঘূর্ণিঝড় মোকাবেলায় পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

পটুয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোকাবেলায় পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
 
জেলা প্রশাসক জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। এসব স্থানে ৩ লাখ ৫১ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়াও ৮৭ হাজার ৮৩৫টি গবাদি পশু আশ্রয় নিতে পারবে। এছাড়া ৩৫ টি মুজিব কিল্লায় মোট ১২ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। মজুদ ৭৩০ মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকার শিশু খাদ্য, ১০ লাখ টাকার গোখাদ্য প্রস্তুতি রাখা হয়েছে। এ ছাড়া শুকনা খাবার রয়েছে ১ হাজার ৫০০ প্যাকেট। নগদ টাকা রয়েছে ২৪ লাখ ৭ হাজার টাকা ৫০০ টাকা।
 
এ সময় মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে। 
 
জেলায় ১ হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ রয়েছে দেড় কিলেঅমিচার বেঁড়িবাধ। দুর্যোগের সময় কোথাও ভাঙ্গন দেখা দিলে তা মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
 
এদিকে জেলায় ৮৭ হাজার হেক্টর জমিতে মুগ ডাল রয়েছে। যা দ্বিতীয় দফায় উত্তোলন কার্যক্রম চালাচ্ছে কৃষকরা। এছাড়াও ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
 
সভায় জেলার পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সিপিপি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর