মৌলভীবাজারের কুলাউড়ায় মাহমুদা জান্নাত আনিসা (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুরের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আনিসা ওই এলাকার শাইস্তা মিয়ার কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যান আনিসা। রাতের কোনও একসময় পরিবারের লোকজনের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকাল ৬টার দিকে তার মা তাকে ডাকতে গেলে এ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান তারা।
এসআই আনোয়ার আরও জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/একেএ