নাশকতা প্রস্তুতির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খানসামা উপজেলার ছিট আলোকডিহি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার আব্দুর রউফ খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আলোকডিহি গ্রামের মো: আজিজুল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে পুলিশ বাদী হয়ে নাশকতার প্রস্তুতি বিষয়ে খানসামা থানায় দায়েরকৃত ২টি মামলার এজাহার নামীয় আসামি ছাত্রদল নেতা আব্দুর রউফ। তবে এই দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ইতিপূর্বেই তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদে অভিযান চালিয়ে পলাতক আসামি আব্দুর রউফকে গ্রেফতার করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ