নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম উৎসব দাস জয় (২৫)। তিনি শহরের ছোট বাজারের (মেছুয়া বাজার) ঐতিহ্যবাহী স্টেশনারি দোকান রমা স্টোরের মালিক রতন দাসের একমাত্র ছেলে।
বুধবার দুপুরে নাগড়াস্থ নিজ বাসায় নিজেই আইপিএস মেরামত করার সময় এই দুর্ঘটনা ঘটে।
ওই বাজারের আরেক ব্যবসায়ী মিঠুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জয় তার বাবার দোকানে নিজেই বসতো সকাল-বিকাল। অতিরিক্ত গরমে বিদ্যুৎ যাওয়া-আসায় নিজেদের বাসায় থাকা আইপিএস ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো ছোট বাজার এলাকার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ