চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারকে হত্যা করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দীর্ঘ ৪ বছর পর বুধবার দুপুরে চাঁদপুরে হাইমচর আমলী আদালতে মামলাটি দায়ের করেন মোতালেব জমাদারের ছেলে আবু তালেব জমাদার।
মামলায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ নামীয় ২৪ জন এবং অজ্ঞাত ৪০/৫০ জন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলায় বাদী পক্ষের আইনজীবী এড. মো: শাহজাহান খান বলেন, আসামি পক্ষ হাসিনা সরকারের প্রভাশালী লোক ছিলেন। পরিবারের নিরাপত্তাহীনতায় এমন হত্যার ঘটনায় মামলা করতে পারেনি এবং মামলা করতে দেরি হয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন।
বিডি প্রতিদিন/এএম