এবারে বরিশাল বিভাগে প্রায় এত হাজার ৬০০ মন্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে ৪৯২টি মন্ডপ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম। শনিবার বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজির কার্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান।
ডিআইজি জানান, সামনে বড় উৎসব দুর্গাপূজা। আমরা এখনি প্রস্তুতি শুরু করেছি। কাল ধর্মীয় নেতা ও পুলিশ সুপারদের নিয়ে সভা করা হবে। সেখানে আলোচনা করা হবে কি করলে ভালো হবে। দুর্গোৎসবে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে। আশা কএকটা ভালো উৎসব উপহার দিতে পারবো।
তিনি বলেন, এবার বিভাগে পূজা মন্ডপ সংখ্যা এক হাজার ৫৯৫টি। এর মধ্যে স্থায়ী পূজা মন্ডপ ১৩৪২, অস্থায়ী পূজা মন্ডপ ২৫৩, বিরোধপূর্ন পূজা মন্ডপ ৬, অধিক গুরুত্বপূর্ন ৪৯২, গুরুত্বপূর্ন ৬১২ টি ও সাধারণ পূজা মন্ডপ ৪৯১টি। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম