বিএনপি নেতার উপর হামলা, মারধর ও হত্যাচেষ্টার মামলায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অন্তর পারভেজ মহন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর উপজেলার বিনগ্রাম বাজারের একটি চা স্টলের সামনে ইতালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমানের উপর হামলা চালিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টা করা হয়। এই ঘটনায় চলতি মাসের ১০ সেপ্টেম্বর সিংড়া থানায় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনের নামে একটি মামলা করেন বিএনপি নেতা আনিছুর রহমান। এই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল