গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে শহীদদের স্মরণে রবিবার এই কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসী প্রতিশ্রুতি দেন, তারা এসব গাছ রক্ষা ও পরিচর্যা করবেন।
এই কর্মসূচিতে সদরের হাইস্কুল প্রাঙ্গণ, প্রধানপাড়া ঈদগাহ রোড, খানাবাড়ি রোড ও কালিকাডোবা ব্রিজ রোড এলাকার সড়কের পাশে বৃক্ষরোপণ করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
বিকাল ৪-৬টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় বসুন্ধরা শুভসংঘের বন্ধু নিম, হরিতকি, আম, জাম, ডুমুর, মেহগণি ও অর্জুনের ৭০টি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা শুভসংঘের সহ-সভাপতি অয়ন সুলতান, মাহফুজ রহমান মুন, রাসেল প্রধান, অর্কিক সুলতান, মোস্তাকিম আহমেদ, অনিক কুমার রায় বাধন, দেলোয়ার হোসেন দীপু, এস এম নাবিল, স্পর্শ নাগ, আহসান হাবীবসহ অন্যরা।
অয়ন সুলতান বলেন, বুকের রক্ত দিয়ে ছাত্র-জনতা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তাদের স্বপ্ন সফল করতে জণকল্যাণমূলক কাজে অংশ নেবে বসুন্ধরা শুভসংঘ।আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করতে এই কর্মসূচি কেন্দ্রীয় নির্দেশনায় পালিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল